বজ্রপাতে কৃষকের মৃত্যু আহত ১

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলায় বজ্রপা‌তে এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও একজন। 

সোমবার সকা‌ল ১০টার দিকে উপ‌জেলার জামালপুর ইউনিয়নের খালকুলা মা‌ঠে এ ঘটনা ঘ‌টে ব‌লে বালিয়াকান্দি থানার ওসি জামালউদ্দিন জানান। নিহত ওই কৃষ‌কের নাম কামাল শেখ। তিনি খালকুলা পশ্চিমপাড়া গ্রা‌মের আবু সাইদ শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ খেতে কৃষিকাজ করতে যান। এ সময় হঠাৎই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা তিনজন খেত থেকে দৌড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই কামাল মারা যান। রাজু অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি এখন সুস্থ আছেন।
 
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।