কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে সিংহের আক্রমণে ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের (কেডব্লিউএস) বরাত দিয়ে বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুসারে, রাজধানীর পাশে অবস্থিত নাইরোবি ন্যাশনাল পার্কসংলগ্ন একটি খামারের আবাসিক এলাকা থেকে মেয়েটিকে টেনে নিয়ে যায় সিংহটি। পরে এক কিশোরীর দেওয়া সতর্কবার্তার পর কেডব্লিউএসের রেঞ্জাররা সিংহটির পায়ের ছাপ অনুসরণ করে এমবাগাথি নদীর কাছে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর দেহাবশেষ উদ্ধার করে।
এদিকে সিংহটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে কেডব্লিউএস জানিয়েছে, তারা একটি ফাঁদ পেতেছে এবং সিংহটিকে ধরতে অনুসন্ধান দল মোতায়েন করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবিসির তথ্য মতে, নাইরোবি ন্যাশনাল পার্ক শহরের কেন্দ্র থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সিংহ, মহিষ, জিরাফ, চিতা, চিতাবাঘসহ বহু বন্য প্রাণীর আবাসস্থল।
এ ছাড়া কেনিয়ায় সিংহ ও মানুষের সংঘর্ষ প্রায়ই ঘটে, বিশেষ করে গবাদি পশু রক্ষার ক্ষেত্রে, তবে মানুষের মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে বিরল। গত বছর নাইরোবি ন্যাশনাল পার্কের কাছে একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিংহ রটওয়েলার জাতের একটি কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে।
এর আগে শনিবার ৫৪ বছর বয়সী এক ব্যক্তি হাতির আক্রমণে নিহত হয়েছেন বলে কেডব্লিউএস জানিয়েছে।