যে চারটি ফল নীরবে ওজন বাড়াতে পারে

স্বাস্থ্যকর ও সুষম খাদ্যতালিকায় ফল থাকবেই। ওজন কমানোর ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা আছে ফলের। গবেষণা প্রতিবেদন অনুসারে, ফলের স্থূলতা-প্রতিরোধী প্রভাব মোটামুটি স্বীকৃত। তবে বেশ কয়েকটি গবেষণায় লক্ষ করা গেছে, নির্দিষ্ট কিছু ফল ওজন বাড়াতেও নীরব ভূমিকা রাখতে পারে। চলুন এমন চারটি ফল সম্পর্কে জেনে নেওয়া যাক, যা অতিরিক্ত খেলে নীরবে ওজন বাড়তে পারে।