লিটন-এনামুলের রেকর্ড গুঁড়িয়ে নতুন রেকর্ডে নাম লেখালেন তামিম-জাওয়াদ

২০১২ সালে টাউন্সভিলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৭৯ রানের জুটি গড়েছিলেন লিটন দাস এবং এনামুল হক বিজয়। প্রায় ১৩ বছর পর তাদের সে রেকর্ড ভেঙে দিলেন আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার। শ্রীলংকার ছয় ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৮০ রান।

তাদের এমন কীর্তির দিনে শ্রীলংকার বিপক্ষে জয়ে ফিরেছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করা শ্রীলংকা এদিন ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। জাওয়াদের সেঞ্চুরি এবং তামিমের ফিফটিতে ৯ উইকেট এবং ৯৩ বল হাতে রেখেই ২২২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন জাওয়াদ। তার সঙ্গে আজিজুল ৮৯ বলে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

অবশ্য বাংলাদেশের জয়ের নায়ক শুধু এই দুজনই নন। লংকান ব্যাটারদের চোখে শর্ষেফুল দেখিয়ে ৪৪ রান খরচায় ৬ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার আল ফাহাদ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে লংকানদের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের যুবারা, হেরেছিল ৯৮ রানে।

আগামী বৃহস্পতিবার (১ মে) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকার যুবারা।