হারের পর এত ক্ষিপ্ত হলেন কেন হামজা

হামজাকে (ডানে) ধরে রেখেছেন নিরাপত্তরক্ষী ও তার সতীর্থরা। ছবি : এক্স থেকে

টার্ফ মুর স্টেডিয়ামে নামার আগে বার্নলি-শেফিল্ড ইউনাইটেডের সামনে দুই রকমের সমীকরণ ছিল। শেফিল্ড জিতলে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ টিকে থাকবে। আর বার্নলি জিতলে ইংল্যান্ডের শীর্ষ লিগে উঠে যাবে।

এমন সমীকরণে খেলতে নেমে জয়টা বার্নলির হয়েছে।

তাই প্রিমিয়ার লিগের টিকিট পাওয়ার আনন্দে ঘরের মাঠে বাঁধন হারা উল্লাস করেন খেলোয়াড়রাসহ বার্নলির সমর্থকেরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তাই মাঠের মধ্যে ঢুকে পড়েন সমর্থকেরা।

 

উল্টো দিকে বিপরীত চিত্র শেফিল্ডের। ম্যাচ হেরে সরাসরি শীর্ষ লিগে খেলার সুযোগ না পাওয়া হতাশ তারা।

এমন হতাশার মুহূর্তেই মাঠে ঢুকে হামজার সঙ্গে আপত্তিকর আচরণ করেন বার্নলির দর্শকেরা। তাতে ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামের টানেল ধরে মাঠ ছাড়ার সময় ঝামেলায় জড়ান তিনি। টিভিতে দেখা যায়, ক্ষিপ্ত হামজাকে শান্ত করে মাঠ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। তাতেও শান্ত হচ্ছিলেন না বাংলাদেশি মিডফিল্ডার।
বার্নলি ও তাদের সমর্থকদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে সঠিক কি কারণে এত ক্ষিপ্ত হয়েছিলেন হামজা তা এখনো জানা যায়নি।

 

গতকাল বার্নলির কাছে ২-১ গোলে হেরে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করলেও নকআউট প্লে অফে খেলার সুযোগ রয়েছে শেফিল্ডের। তার জন্য দুটিই ম্যাচ জিততে হবে তাদের। এখন অবশ্য তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি।

বার্নলির আগে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল লিডসও প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে।