বুমরাহর অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণেই তাকে সেরা নির্বাচন করতে বিন্দুমাত্র ভাবতে হয়নি উইজডেনকে। যার প্রমাণ উইজডেনের সম্পাদক লরেন্স বুথের কথায়। তিনি বলেছেন, ‘খুবই সহজেই বছরের সেরা তারকা। সে খুবই ভয়ংকর এবং সঙ্গে চ্যালেঞ্জিং। তার বোলিংয়ে নেওয়া রানগুলো দ্বিগুণ গণনা করা উচিত... তার পারফরম্যান্স সর্বকালের সেরা নির্বাচিত করতে দাবি রেখেছিল।’
গেল বছরটা অবিশ্বাস্য কেটেছে মান্ধানারও। তিন সংস্করণ মিলিয়ে রেকর্ড ১৬৫৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার। আর কোনো নারী ব্যাটার এক বছরে এত রান করতে পারেনি। সঙ্গে ওয়ানডে ৪ সেঞ্চুরির কীর্তিও। অন্যদিকে টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান। বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারতকে তাদের মাঠে ধবলধোলাই করা সিরিজে ১১৩ রানে ১৩ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।
উইজডেনের সবচেয়ে পুরনো পুরস্কার সেরা পাঁচ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, ড্যান ওরাল, লিয়াম ডসন ও ইংল্যান্ডের নারী বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন। এর মধ্যে প্রথম তিন জন দুর্দান্ত পারফরম্যান্সে সারেকে টানা তৃতীয় কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রেখেছেন। ইংল্যান্ড ক্রিকেটে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন গত জুলাইয়ে অবসর নেওয়া জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নেওয়া সর্বোচ্চ পেসার তিনি। এ ছাড়া উইজডেনের ১৬২তম সংস্করণে শ্রদ্ধা জানানো হয়েছে গত বছর পৃথিবীর মায়া ত্যাগ করা ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার ডেরেক আন্ডারউড ও গ্রাহাম থর্পকে।