বাথরুমে পড়ালেখা করেছেন অভিনেত্রী,  দিব্যা দত্ত

বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত; ছবি: সংগৃহীত

বলিউড সিনেমার সবথেকে আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত। নিজের অভিনয় জীবনে অনেক হিট সিনেমায় কাজ করেছেন। যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই।  শাহরুখ খান থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দিব্যা। 

ক্যারিয়ারের শুরুতে অবশ্য নায়িকা হতেই বলিউডে এসেছিলেন এই অভিনেত্রী, তবে না হতে পারলেও পার্শচরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন খ্যাতি। ৪৭ বছর বয়সেও অবিবাহিত দিব্যা খোলামেলা কথা বলার জন্যও বলিউডে বেশ পরিচিত। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম 'টিভি নাইন বাংলা'-এর একটি খবরে এসেছে, এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন দিব্যা। যা এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল। সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ছোটবেলায় বাথরুমের মধ্যেই পড়াশোনা করতে হতো দিব্যাকে। যার পিছনে অবশ্য ছিল অদ্ভুত এক কারণও।

দিব্যা জানান, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার। তাই পড়া না করেই ঘুমিয়ে পড়তেন। তখন তার মা বলেছিলেন, এইভাবে পড়াশোনা হবেনা, সোজা হয়ে চেয়ারে বসে পড়তে হবে। তখন মজা করেই দিব্যা মাকে বলেন, তাহলে তাকে বাথরুমেই চেয়ার-টেবিল দেওয়া হোক। সেই কথা শোনা মাত্রই অভিনেত্রীর মা সেই ব্যবস্থা করে দেন। অতঃপর, বাথরুমে বসেই পড়াশোনা করা শুরু করেন। কারণ, বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিলনা।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছিলেন, তিনি সেই বছর তার ক্লাসে প্রথম হন। আজও এই কথা ভেবে মজা পান দিব্যা। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন তিনি।