প্রবাসীদের অবদান নিয়ে  বিডা চেয়ারম্যানের আবেগী পোস্ট ভাইরাল

দেশে তরুণদের চাকরির ক্ষেত্র তৈরি ও বিনিয়োগ আকৃষ্টে নানা পদক্ষেপ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে কাতার সফর করেছেন। মধ্যপ্রাচ্য সফর শেষে দুবাই এয়ারপোর্টে এক প্রবাসীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে প্রবাসীদের অবদান তুলে ধরেন তিনি। আর এই প্রবাসীদের কথা শুনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি, ইউটিউবারদের বিদ্রূপ আর টক শোর সমালোচনার অবসাদ কর্পূরের মত উড়ে গেছে বলেও জানান বিডা চেয়ারম্যান।

অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে বিডা চেয়ারম্যান বলেন, আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত যে রেমিট্যান্স এসেছে, তা আগের বছরের একই মাসগুলার তুলনায় প্রায় ৫ বিলিয়ন ডলার বা ৩০% বেশি। একটু কনটেক্সট দেই: বিপিএম ৬ অনুযায়ী বাংলাদেশের মোট ফরেন কারেন্সি রিজার্ভ ২০ বিলিয়ন ডলার। এই কয় মাসেই রিজার্ভের চার ভাগের এক ভাগ সমান ইনক্রিমেন্টাল এডিশন। ভয়ংকর ব্যাপার।

প্রবাসীদের কারণেই আশা হারানো যাবে না। শতভাগ ঢেলে দিতে হবে এবং সবার চেষ্টায় ভালো একটা কিছু হবেই বলেও আশা ব্যক্ত করেন বিডা চেয়ারম্যান।

 

আশিক চৌধুরীর ফেসবুক পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

 

প্রবাসী বাংলাদেশী এক ভাইয়ের সাথে আজকে সকালে দুবাই এয়ারপোর্টে দেখা হলো। উনি নিজেই এসে হাত মেলালেন। বললেন মন থেকে অনেক দোয়া করছেন আমাদের জন্য। ডিউটিতে থাকার কারণে উনার সাথে ফোন ছিলো না।

আফসোস করছিলেন, ছবি তোলা হলো না। আমি সাগ্রহে নিজেই ছবি তুললাম। (ভাই, এই আপনার ছবি। সেভ করে রাখতে পারেন)

সপ্তাহখানেক আগে এরকম এয়ারপোর্টে আমাকে একজন থামিয়ে বললেন, উনি অনেকদিন দেশে যান না। কিন্তু জুলাই-আগস্ট এর পর থেকে দেশে আরো বেশি বেশি করে টাকা পাঠান। প্রতিদিন নামাজে বসে যারা দেশে ফিরে গিয়ে দেশের জন্য কাজ করছে, তাদের জন্য দোয়া করেন। বুকটা ভরে গেলো। দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে এমন প্রবাসীদের অবদান অনেক।

আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত যে রেমিট্যান্স এসেছে, তা আগের বছরের একই মাসগুলার তুলনায় প্রায় ৫ বিলিয়ন ডলার বা ৩০% বেশি। একটু কনটেক্সট দেই: বিপিএম ৬ অনুযায়ী বাংলাদেশের মোট ফরেন কারেন্সি রিজার্ভ ২০ বিলিয়ন ডলার। এই কয় মাসেই রিজার্ভের চার ভাগের এক ভাগ সমান ইনক্রিমেন্টাল এডিশন। ভয়ংকর ব্যাপার।

উনাদের কিন্তু কোনো বাড়তি এক্সপেক্টেশন নাই। খালি দেশটার ভালো দেখতে চান। দেশের অর্থনীতির মূল কারিগরদের এই অংশটাকে আমাদের আরো অনেক কদর করা উচিত। আর কিছু না হোক আমরা যারা দেশে থাকি তাদের এই প্রবাসী ভাই-বোনদের সাথে দেখা হলে মন থেকে ধন্যবাদ দেয়া উচিত।

এই মানুষগুলোর কথা শুনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি, ইউটিউবারদের বিদ্রূপ আর টক শোর সমালোচনার অবসাদ কর্পূরের মত উড়ে গেলো। এই সবই নয়েস। আশা হারানো যাবে না। শতভাগ ঢেলে দিতে হবে। সবার চেষ্টায় ভালো একটা কিছু হবেই।