সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল শেখ হাসিনা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনকে শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। এই জাদুঘর থেকে বের করে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। জনগণ সেই বিশ্বাসটা ড. ইউনূসের কাছে রেখেছেন। তিনি এই কাজটি করবেন।

শনিবার (১৯ এপ্রিল) নাটোরে জিয়া পরিষদের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে ‘স্বাধীনতা-িসার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারটি সঞ্চালনা করেন পরিষদের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম।

রিজভী বলেন, দেশের জনগণ শেখ হাসিনার পতন ও ভালো একটি সরকার দেখতে চেয়েছে। ভালো নির্বাচনের মাধ্যমে ভালো সরকার গঠিত হবে। ভালো নির্বাচন করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের জনগণকে যদি বোকা ভেবে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে আছেন। বাংলাদেশের জনগণ একটি স্বচ্ছ নির্বাচন চায়। অনেক দিন থেকে ভোট দিতে পারেনি। আই আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কারণ তারেক রহমানের ৩১ দফার মধ্যে সব সংস্কার রয়েছে।