আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন: এনসিপি নেতা শিশির
আওয়ামী লীগকে ‘জঙ্গিবাদী সংগঠন’ হিসেবে অভিহিত করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
তিনি বলেন, যে বাংলাদেশে ছাত্রজনতা থাকবে, সেই বাংলাদেশে আরএসএস-এর দোসর ভারতীয় জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন।
জয়নাল আবেদীন শিশির অভিযোগ করেন, আওয়ামী লীগ আরএসএস-এর বাংলাদেশ শাখার মতো আচরণ করছে এবং ৫ আগস্টে ‘দুই হাজার ছাত্রজনতাকে হত্যা ও গুম’ করেছে বলেও দাবি করেন তিনি। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
এসময় এনসিপি নেতারা দেশের একটি ‘বড় রাজনৈতিক দল’কে ইঙ্গিত করে অভিযোগ করেন, তারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এনসিপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এমনটি চলতে থাকলে তারা সেই দলের বিরুদ্ধেও রাস্তায় নামবে। তারা চলমান রাজনৈতিক সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।