মদপানে ২ যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

সিলেটের গোলাপগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুজনকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

দুজন হলেন, গোলাপগঞ্জের উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ (৪৫) ও কানাইঘাট উপজেলার সড়কেরবাজার এলাকার সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ (৩৬)।

এর আগে রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার বিকেল পর্যন্ত ফরিদ ও রুবেল উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বসতঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। দীর্ঘসময় দরজা না খোলায় স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে দেখতে পান তাদের দুজনের নিথর দেহ মাটিতে পড়ে আছে। পরে স্বজন এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, জানতে পেরেছি তারা প্রতিদিন মাদকসেবন করতেন। ধারণা করছি, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ রিপোর্ট আসলে জানা যাবে।