খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে সিনহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাদুরিয়া ইউনিয়নের (ইউপি) সদস্য মো.আনিছুর রহমান।

 

নিহত শিশু নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার রত্নদীঘির সুজন মিয়ার একমাত্র কন্যা। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী। 

ইউপি সদস্য আনিছুর রহমান জানান, সকালে স্থানীয় কয়েকজন সহপাঠী শিশুদের নিয়ে বাড়ি অদূরে পুকুর পাড়ে খেলা করছিলেন শিশু সিনহা। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সহপাঠী শিশুরা পরিবারকে বিষয়টি অবগত করলে তাকে উদ্ধার করে স্থানীয় ভাদুরিয়া বাজারের নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে দলারদরগা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কন্যাশিশু সিনহা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও এলাবাসীদের মধ্যে চলছে শোকের ছায়া।