১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন এনসিপির নেতারা।
১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন এনসিপির নেতারা।
এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, আকরাম হোসাইন, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, রফিকুল ইসলাম, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগের একই প্রক্রিয়ায় বিচার করতে হবে৷