ব্যবসা লাটে তুলে দিয়েছেন শাহরুখ খান!

মুম্বই শহরের অন্যতম আকর্ষণ শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’। প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। তাই এই বাড়ির আশপাশে সব সময় মানুষের ভিড়। সম্প্রতি ‘মন্নত’ ছেড়েছেন তারকা। পরিবার নিয়ে উঠে গিয়েছেন অন্য এক বাড়িতে। তার পরেই মাথায় হাত পড়শি ব্যবসায়ীদের।

নতুন রূপে সেজে উঠছে ‘মন্নত’। কিন্তু এর প্রভাব গিয়ে পড়েছে মন্নতের আশপাশে থাকা ব্যবসায়ীদের উপরে। শাহরুখ বাড়ি ছাড়ায় তাঁদের রুজিরুটিতে নাকি সরাসরি প্রভাব পড়েছে।

জানা গিয়েছে, ‘মন্নত’ ছেড়ে পালি হিলের দ্বিতল বাড়িতে গিয়ে উঠেছেন শাহরুখ, গৌরী, আরিয়ান, সুহানা ও আব্রাম। মাসে এই বাড়ির ভা়ড়া ২৪.১৫ কোটি টাকা। কিন্তু শাহরুখের বাড়ি বলতে তাঁর অনুরাগীরা এখনও সেই মন্নতকেই বোঝেন। সেই বাড়িতে তারকা নেই বলে, অনুরাগীদের ভিড়ও আর হচ্ছে না। তাই মন্নতের আশপাশের মানুষের রোজের ব্যবসায় ঘাটতি দেখা যাচ্ছে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বান্দ্রা বাসস্ট্যান্ডে আর আগের মতো ভিড় হয় না। তাই এক আইসক্রিম বিক্রেতাকে বলতে শোনা যায়, “আমাদের ব্যবসায় বড় প্রভাব পড়েছে। শাহরুখ খান এখন থাকছেন না এখানে। তা সকলেই জানেন। তাই মানুষের ভিড়ও হচ্ছে না আর আগের মতো।”

আর এক বিক্রেতা বলেছেন, “আগে বহু মানুষের ভিড় হত। তাঁরা বেশ কিছু ক্ষণ এখানে সময় কাটাতেন। কিন্তু শাহরুখ চলে যাওয়ার পর থেকে তাঁরা আর আসছেন না। শাহরুখ এখন থাকছেন না, এটা যাঁরা জানেন না, তাঁরাই শুধু আসছেন। কিন্তু জানতে পেরেই তাঁরা চলে যাচ্ছেন। আসলে শাহরুখের জন্যই তো ‘মন্নতে’র সামনে আসতেন ওঁরা। তিনি না থাকলে কেনই বা আসবেন!”