জামালপুরের ইসলামপুরে সমেজ উদ্দিন প্রধান (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ ইসলামপুর শহর বাইপাস সড়কের (হাসপাতাল রোড) সাব-রেজিস্টার অফিসের পাশের কালভার্টের পাশে পানি নিষ্কাশনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সমেজ উদ্দিন ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার মরহুম তমেজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহত সমজ উদ্দিনের মেয়ে সুজেদা পারভীন বলেন, ‘আমার বাবা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বিকেলে চিকিৎসা নিতে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ৯টার দিকে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ড্রেনের মধ্যে বাবার লাশ পড়ে থাকতে দেখতে পাই।’
ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: এমদাদুল হক বলেন, ‘পৌর এলাকার পানি নিষ্কাশনের ড্রেন থেকে কৃষক সমেজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ বলেন, ‘কৃষকের মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’