সাপ্লাইয়ারের দেওয়া উপঢৌকন গ্রহণ করা যাবে?

প্রতীকী ছবি

প্রশ্ন : আমি একটি গার্মেন্টস বায়িং অফিসে চাকরি করি। কম্পানির প্রয়োজনে আমরা বিভিন্ন সাপ্লাইয়ার থেকে কাঁচামাল, যেমন—সুতা, বোতাম, কাপড় ইত্যাদি খরিদ করি। বিল পাওয়ার পর তারা আমাদের বা আমাকে কিছু টাকা দিতে চায়। আমার জন্য তা নেওয়া কি জায়েজ হবে?

-সাইফুল ইসলাম, নুরেরচালা, ঢাকা

উত্তর : বায়িং অফিসের বেতনভুক ক্রয় প্রতিনিধি হয়ে কোনো মাল ক্রয় করার পর সাপ্লাইয়ার থেকে কোনোরূপ কমিশন বা সুবিধা গ্রহণ আপনার জন্য বৈধ হবে না।

যদি তারা কোনো কিছু দেয় তা আপনার মালিকের প্রাপ্য হিসেবে গণ্য হবে। তবে মালিক জানার পর অনুমতি দিলে বৈধ হবে। (সুরা: নিসা, আয়াত : ২৯, আবু দাউদ : ২/৫০৪, ইমদাদুল আহকাম : ৪/১৪৪)

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।