‘ভারতে উগ্র জাতীয়তাবাদ বিরাজ করছে’

ভারতশাসিত কাশ্মিরের পেহেলেগামে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যগুলোতে কাশ্মিরিদের হেনস্তা, মারধর এমনকি হত্যার হুমকি দেয়ার খবরও পাওয়া গেছে।

তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কেও। ভারতের দাবি, হামলায় পাকিস্তানের যোগসূত্র রয়েছে। তবে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

 

উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতের ক্রিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সুমন্ত্র বোস আল জাজিরাকে বলেন, ভারতে বর্তমানে জাতীয়তাবাদী কট্টরপন্থীদের আধিপত্য রয়েছে।

 

পেহেলগামের প্রাণঘাতী হামলার পরের পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনসাধারণ যখন প্রতিশোধের ডাক দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যমে উন্মাদনা ও ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।’

 

তিনি বলেন, ‘অবশ্যই, প্রধানমন্ত্রী মোদির গতকালের বক্তব্য জনমনের ক্ষোভকে ব্যাপকভাবে উসকে দিয়েছে।’

 

অধ্যাপক বলেন, নিহত পর্যটকরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছিলেন। ওই রাজ্যের শহরগুলোতে তারা লাশ হয়ে ফিরেছেন। তাই ক্ষোভটা আরো বেশি।

 

তিনি আরো বলেন, ‘এখানকার পরিবেশ একেবারেই উত্তপ্ত হয়ে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের একটি বড় অংশ দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে।’