নারী কমিশন বাতিল না করলে দূর্বার আন্দোলন : মামুনুল হক

আজ রোববার বেলা দেড়টার দিকে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য দেন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সংস্কারের নামে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন জাতি কখনো মেনে নেবে না। বিতর্কিত নারি কমিশন বাতিল করার আহবান জানিয়ে অন্যথায় দূর্বার আন্দোলনের হুঁশিয়ারী দেন তিনি।

বিগত ১৫ বছরে চারটি গণহত্যা সহ অসংখ্য গুম-খুন, হত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত দেশের রাজনীতিতে ফ্যাসিবাদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার যেকোনো ষড়যন্ত্র বুকের রক্ত দিয়ে প্রতিহত করা হবে। জুলাই-আগস্ট বিপ্লবে তরুণ ছাত্র-জনতা নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে পরাজিত করে প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিকে পরাস্ত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়া আগস্ট বিপ্লবের চেতনা ছিল।’

বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান ও প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া।

খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, বিএনপির যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা হাকিম আমির হোসাইন, সহ-সভাপতি মাওলানা নাজমুল আলম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার সভাপতি মাওলানা আবদুল ফাত্তাহ প্রমুখ।

মাওলানা মামুনুল হক আরো বলেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপন করা যাবে না। দ্রুত সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার শেষ করে নির্বাচন দিতে হবে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার এ দেশের মানুষের সব অধিকার লুণ্ঠন করেছিল। এখনো ফ্যাসিবাদকে পূনর্বাসন করতে চায়। তাদেরকে শাপলা চত্ত্বরে কিভাবে পাখির মত গুলি করে হত্যা করেছিল। শেখ হাসিনা ছিল বিকারগ্রস্ত। তার পূনর্বাসন এদেশের মানুষ বরদাস্ত করবে না। বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না। আগস্ট বিপ্লবের চেতনা বাস্তবায়ন না করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে আল্লাহু আকবার শ্লোগান এর চেতনা যারা বিনষ্ট করতে চায় তাদের জাতি ক্ষমা করবে না। আগামীর বাংলাদেশে তৌহিদী জনতার স্প্রিটকে ধারন করে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় যেতে হবে। সংবিধান সংশোধনের নামে বহুত্ববাদী সংশোধন এই জাতি মানবে না। কোরআন বিরোধী কোন আইন আমরা বরদাস্ত করবোনা। নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা হাসিনা যা করতে সাহস করেনি তা করতে উদ্যত হয়েছে। ৩ মে এর আগে নারী কমিশনের প্রস্তাব বাতিল করে এই কমিশন বাতিল করতে হবে। নতুন ফ্যাসিবাদের জম্ম আমরা কখনো সৃষ্টি হতে দিবনা। আগামীর বাংলাদেশ ভারতের আধিপত্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মামুনুল হক বলেন, ‘সকল ইসলামী দলকে বলতে চাই সকল মতপথ ভুলে ঐক্যবদ্ধ ইসলামী দেশ গঠনের জন্য এগিয়ে আসুন। বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানবরচিত তন্ত্র-মন্ত্র দিয়ে সম্ভব নয়।’