সৌদি আরব সফরে যাচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল মঙ্গলবার মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।

 

হোয়াইট হাউস জানিয়েছে, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন। এর আগে তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।

বিশ্লেষকরা বলছেন, এবার ট্রাম্প এমন এক মধ্যপ্রাচ্যে পা রাখবেন, যা তার প্রথম মেয়াদের তুলনায় অনেকটাই পরিবর্তিত। চীনের মধ্যস্থতায় সৌদি আরব-ইরান উত্তেজনা অনেকটাই প্রশমিত, ইয়েমেনের যুদ্ধ প্রায় শেষের পথে, আর আইএস-এর প্রভাব প্রায় বিলুপ্ত।

তবে সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও বোমাবর্ষণ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে। গাজা থেকে ফিলিস্তিনি উচ্ছেদের প্রস্তাব, যা এক সময় ট্রাম্পই দিয়েছিলেন, তা আরব বিশ্বের প্রবল বিরোধিতার মুখে পড়েছে।

একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের পুনর্গঠন নিয়ে আরব লিগের সমর্থিত পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। সফরকালে এই মতপার্থক্যগুলো আলোচনার কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শুল্কনীতি ও বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগে থেকেই সক্রিয় ট্রাম্প এবার নতুন করে চাপ প্রয়োগ করতে পারেন।

তেহরান-ওয়াশিংটনের মধ্যকার সংলাপ আরব দেশগুলো স্বাগত জানালেও, আলোচনা ভেস্তে গেলে ট্রাম্প আবারও ইরানের ওপর চাপ বাড়াতে আরব মিত্রদের সহযোগিতা চাইতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।