ভারতের পররাষ্ট্রসচিব বলেন,‘পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা ছাড়ের আওতায় ভারতে আর ভ্রমণ করার অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা যে কোনও সার্ক ভিসা বাতিল করা হয়েছে। বর্তমানে এই ভিসার আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে।’
৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিশেষ ভিসা ছাড় প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে আর ভ্রমণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লি।
মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল, নতুন করে ভিসা বন্ধ, সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল, ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।