কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯
ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৬৩ জন হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা। খবর বার্তা সংস্থা এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জরুরি পরিষেবার এক পোস্টে বলা হয়, ‘কিয়েভে ব্যাপক সম্মিলিত হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, ৯ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় শিশু রয়েছে।’
হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের সন্ধান করা হচ্ছে বলেও ওই টেলিগ্রাম পোস্টে উল্লেখ করা হয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে শান্তি আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুদ্ধ বন্ধের একটি চুক্তি ‘খুব কাছাকাছি’ ছিল, কিন্তু জেলেনস্কির আপসহীন মনোভাব ‘এই যুদ্ধ দীর্ঘায়িত ছাড়া আর কিছুই করবে না’। খবর বিবিসির।
সম্প্রতি জেলেনস্কি সাফ জানিয়ে দেন, ইউক্রেন কখনোই রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে স্বীকৃতি দেবে না। এরপরই ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে যুদ্ধ চলছেই। এতে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছেন এবং প্রায় ৭০ লাখ ইউক্রেনীয় বিশ্বজুড়ে শরণার্থী হয়ে আছেন।