হামাস ৩০,০০০ গাজা যুবককে সামরিক শাখায় নিয়োগ দিয়েছে
সৌদি চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জ্ আদ-দীন আল-কাসসাম ব্রিগেডস গাজা থেকে প্রায় ৩০,০০০ তরুণকে নিয়োগ দিয়েছে। তাদের অনেকেই গোপন ঘাঁটিতে রকেট হামলা, গেরিলা কৌশল এবং বিস্ফোরক স্থাপন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে, যদিও পূর্ণাঙ্গ সামরিক দক্ষতা নেই।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামাস অস্ত্র ও ড্রোন সংকটে ভুগছে এবং আইডিএফের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের অংশ ব্যবহার করে নতুন বিস্ফোরক তৈরি করছে।
এদিকে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, রবিবার দিনের শুরু থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইসরায়েল জানিয়েছে, মার্চের মাঝামাঝি যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে তারা গাজায় ১,৪০০’র বেশি স্থানে হামলা চালিয়েছে।
জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, গাজার অবরোধ ও খাদ্যঘাটতির ফলে হাজারো শিশু অপুষ্টিতে ভুগছে।
গাজা যুদ্ধ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হয়, যেখানে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এখনো ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
তবে এখন দেখতে হবে হামাসের এই নতুন সংযোজন কীভাবে এই সকল পরিস্থিতি অতিক্রম করবে।