গাজা যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন নেতানিয়াহু: দেশে বাড়ছে বিরোধিতা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যদিও দেশের ভেতরে বাড়ছে যুদ্ধবিরোধী আন্দোলন ও সমালোচনা। শনিবার রাতে প্রচারিত একটি রেকর্ড করা ভিডিওতে নেতানিয়াহু বলেন, "জয় না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে আমাদের কোনো বিকল্প নেই।"
তিনি দাবি করেন, হামাসের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান প্রমাণ করে, ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়া প্রয়োজন। নেতানিয়াহু আরও বলেন, হামাসকে পরাজিত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তবে, জিম্মিদের পরিবারের সংগঠন বলেছে, “শব্দ আর স্লোগান দিয়ে সত্য লুকানো যাবে না—নেতানিয়াহুর কোনো বাস্তব পরিকল্পনা নেই।” বর্তমানে ৫৯ জন জিম্মি হামাসের কাছে রয়েছে।
দেশজুড়ে সেনা রিজার্ভ এবং সাবেক সেনারা যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরানোর জন্য চুক্তির দাবি জানাচ্ছেন। এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০% ইসরায়েলি নাগরিক জিম্মি ফেরাতে যুদ্ধ বন্ধের পক্ষে।
বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন নিজের অবস্থান স্পষ্ট করতে। তবে নেতানিয়াহুর ভিডিও বিবৃতিতে এ নিয়ে কোনো মন্তব্য ছিল না।
গাজা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই এই বিবৃতি এসেছে—যেখানে যুদ্ধের চেয়ে মানবতার জয় চাইছে অনেকেই।