উপস্থিত থাকবেন যেসব বিশ্বনেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায়
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল শনিবার স্থানীয় সময় সকাল ১০টা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ভ্যাটিকান সিটিতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমন ঘটতে যাচ্ছে।
ভ্যাটিকানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই একাধিক বিশ্বনেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পোপের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেন যে, তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন।
ইতোমধ্যে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে পারেন।
এছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডজন খানেক রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় নেতা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। একইসাথে শত শত ধর্মপ্রাণ মানুষ ভ্যাটিকানে জমায়েত হবেন, যারা পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।