রাজ আমার বান্ধবীর বর, ওঁর সঙ্গে তো কাজ হবেই, সৃজিতদার ছবিতে অভিনয়ের ইচ্ছে: মৌনী রায়
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন, সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে নাকি মৌনী রায় অভিনয় করবেন। তিনি একা নন। থাকবেন আরও এক বঙ্গতনয়া সুস্মিতা সেন। সুস্মিতা অবশ্য এর আগে সৃজিতের ছবিতে অভিনয় করেছেন। ‘নির্বাক’ ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রীর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। কিন্তু মৌনী এই প্রথম। শুক্রবার কলকাতায় এসে মৌনী সেই গুঞ্জনে যেন ঘি ঢাললেন! বাংলায় ছবি করবেন না? প্রশ্ন রাখা হয়েছিল তাঁর কাছে। তখনই তিনি জানান, সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে চান।
মৌনী কি এ ভাবেই দুইয়ে দুইয়ে চার হওয়ার আভাস দিলেন? আনন্দবাজার ডট কম প্রশ্ন রেখেছিল তাঁর কাছে। অভিনেত্রী অবশ্য সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন বিষয়টি। এর পরেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন সৃজিত মুখোপাধ্যায়? রাজ চক্রবর্তী নন কেন? জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারকের আসনে দেখা গিয়েছিল তাঁকেও। তখন থেকেই রাজ-শুভশ্রীর সঙ্গে তাঁর গাঢ় বন্ধুত্ব। অভিনেত্রী এ দিন সে প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে বলেন, “শুভ আমার খুব ভাল বন্ধু। সেই সুবাদে রাজ আমার বন্ধুর বর। ওর সঙ্গে যে কোনও সময় কাজ করতে পারব। আমার খুব ইচ্ছা সৃজিতদার ছবিতে অভিনয় করার। সেটা হলে খুব খুশি হব।”
মৌনী এ দিন কথা বলেন কাশ্মীর প্রসঙ্গ নিয়েও। দুঃখ প্রকাশ করেন। তাঁর মতে,“হিংসা, সন্ত্রাস কখনও কাম্য নয়। পহেলগাঁওয়ে যা ঘটেছে তা নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, মন থেকে সেটাই চাইছি।”
কলকাতার মেয়ে মৌনী। যদিও তিনি দীর্ঘ দিন প্রবাসী। মুম্বইয়ে অনেক বছর ধরে কাজ করছেন। এ দিন বাংলা তাঁর কাজকে স্বীকৃতি জানিয়ে বিশেষ ভাবে সম্মানিত করল। সাদা পোশাকে মৌনী যথারীতি স্নিগ্ধ, সুন্দর। এ দিনও তাঁর কপালে বড় আকারের টিকলি। নিজের শহরে সম্মানিত হওয়ায় দারুণ খুশি তিনি। সামনে মুক্তি পাবে তাঁর ছবি ‘ভূতনি’। ‘নাগিন’ থেকে ভূত! এখন কি অশরীরীদের বাজার? প্রশ্নের জবাবে অভিনেত্রী যুক্তি, “ছবিটা অন্য ধারার। অভিনয়ের সুযোগ রয়েছে। তার উপরে সঞ্জয় দত্ত আছেন। এত আকর্ষণ ছাড়া যায়!”