মোটরসাইকেল চুরির পর মালিককে কল করে টাকা চাইল চোর

সংগৃহীত ছবি

মুখে মাস্ক পরে এক যুবক নির্মাণাধীন ভবনে ঢুকে মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। তবে মোটরসাইকেল চুরির পর মালিকের মোবাইল নম্বরে কল করে ১০ হাজার টাকা দাবি করে চোর।

গতকাল শনিবার (১৯ এপ্রিল) ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার শহীদ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।  মোটরসাইকেল হারিয়ে থানায় জিডি করেছেন ভুক্তভোগী জাকারিয়া।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরে এক যুবক বিল্ডিংয়ের সামনে ঘুরছেন। কিছুক্ষণ পায়চারির পর হুট করে ঢুকে পড়েন একটা নির্মাণাধীন ভবনে। ভবনের গ্যারেজে থাকা মোটরসাইকেলের তালা মুহূর্তেই ভেঙে মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। 

ভুক্তভোগী জাকারিয়া বলেন, ‘মোটরসাইকেল চুরির পর একটি মোবাইল নম্বর থেকে আমার কাছে কল করে ১০ হাজার টাকা দাবি করেছে।

মোবাইল অপরপ্রান্ত থেকে বলে, টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেওয়া হবে। আমি ওই মোবাইল নম্বর উল্লেখ করে থানায় জিডি করেছি।’

 

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনায় এক ব্যক্তি থানায় জিডি করেছেন। সিসি টিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, ‘যারা মোবাইলে কল করে মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে টাকা দাবি করেছে, আমরা সেটিও খতিয়ে দেখছি।’