প্রাইম এশিয়ার ছাত্র হত্যা : আটজনকে আসামি করে মামলা
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রবিবার (২০ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন বনানী থানার উপ-পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন।
একেএম মইনুদ্দিন বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
মোট আসামি আটজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি আরো বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র।
২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
এসআই মাইনুদ্দিন আরো জানান, জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিল। ওই সময় সেখানে তিনজন মেয়ে শিক্ষার্থী ছিলেন। সেই মেয়েদের ইভটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করনে।