কিশোর গ্যাংয়ের হামলায় স্বামী-স্ত্রী আহত
লক্ষ্মীপুরে এক অসহায় ব্যক্তিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সরকার কর্মচারী মো. বাবুল ও তার স্ত্রী রুবি আক্তারকে পিটিয়ে আহত করে 'কিশোর গ্যাংয়ের' সদস্যরা। একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে বাবুলের কপাল ও হাত-পায়ে রক্তাক্ত জখম হয়।
অভিযুক্তরা হলেন জুয়েল হোসেন, মো. শান্ত, মো. রাকিব ও মো. রাসেল। এরমধ্যে জুয়েল ও শান্ত উত্তর বাঞ্চানগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং রাকিব ও রাসেল একই এলাকার মো. শাহজাহানের ছেলে। অজ্ঞাত আসামিরা তাদের বন্ধু।
অভিযোগ সূত্র জানায়, ভূক্তভোগী বাবুল ও অভিযুক্ত জুয়েল-শান্ত প্রতিবেশি। জুয়েল-শান্ত তাদের বাবা ইসমাইলকে খাওয়ার দেয় না। প্রায়ই তারা তাকে মারধর করে। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুটিনাটি কাজ করে দেয় এবং খাওয়া ধাওয়া করে। এতে বিভিন্ন সময় বাবুলকে শান্ত ও জুয়েল মারধরের হুমকি দেয়। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনের চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালায়। চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গেলে রুবিকেও তারা মারধর করে। একপর্যায়ে তারা বাবুলের কপালসহ শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার শরীরে রক্তাক্ত জখম হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।