চালের বাজারে স্বস্তি, জানা গেল পেঁয়াজের দাম
বৈশাখে নতুন চাল বাজারে আসায় দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানালন বিক্রেতারা। ৮৮ থেকে ৯০ টাকা কেজি দরের মিনিকেট বিক্রি হচ্ছ ৭৮ থেকে ৮০ টাকা কেজিতে। যার প্রভাবে কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে আটাশ ও নাজিরশাইল চালের দামও।
বেশিরভাগ সবজির দরই বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। দাম স্বাভাবিক রাখতে কঠোর বাজার তদারকির পরামর্শ ক্রেতাদের।
কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ মাছের দাম। তবে গত সপ্তাহ থেকে কেজিতে আরও ২০ টাকা কমে ব্রয়লার ১৬০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।