ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় পর্বের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী। ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ও শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক মোস্তফা জামান। আরো ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কো-অর্ডিনেটর ও প্রভাষক রিফাত আরা জেরিন, ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের প্রধান আতিফ মো. সাফি প্রমুখ।