পঞ্চম শ্রেণির ছাত্রীর স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীক ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফাতেমা আক্তার (১১) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ফাতেমা ওই গ্রামের নুর হোসেন ও তুলি বেগমের মেয়ে এবং বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সূত্রে জানা গেছে, ফাতেমার মা তুলি বেগম ছাগলের জন্য পাতা আনতে বাড়ির বাইরে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি। ঘরে ঢুকে দেখেন, ফাতেমার ঝুলন্ত লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফাতেমার মা তুলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছাগলের জন্য পাতা আনতে বাইরে যাওয়ার সময়ও ফাতেমা ঘরেই ছিল। ফিরে এসে দেখি মেয়েটা আঁড়ার সাথে ঝুলছে। আমি তখনই চিৎকার করি, প্রতিবেশীরা এসে লাশ নামায়।’

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক বলেন, আত্মহত্যা না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।