শিবচরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

শিবচর থানা|ছবি

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের গাছিকান্দি প্রেম ব্রিজের নিচে মো: কামরুল ইসলামের (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়ন গাছিকান্দি প্রেম ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কামরুল চৌকিদার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড় কৃষ্ণ নগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মো: দাদন মিয়া চৌকিদারের একমাত্র ছেলে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, দুর্বৃত্তরা কামরুলকে কুপিয়ে হত্যা করেছে এবং তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের আসল রহস্য এখনো পর্যন্ত উদঘাটন করা যায়নি।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, শিবচরের গাছিকান্দি প্রেম ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকার খবর পেয়েছি। সেখানে আমরা টিমসহ গিয়েছি এবং লাশটি উদ্ধার করে আমাদের পুলিশ হেফাজতে রেখেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করিব।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।