রাজবাড়ীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

মো: আরিফ মণ্ডল (৩৩)|

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ মো: আরিফ মণ্ডল (৩৩) নামে এক মাদককারবরিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ বৃহষ্পতিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ মণ্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লাপাড়ার হাবি মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।