দিনদুপুরে গুলি করে ব্যবসায়ীকে হত্যা
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকের এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের বাসিন্দা এবং তিনি মৎস্যঘের ব্যবসায়ী।খুলনার ফুলতলা উপজেলাধীন পিপরাইল গ্রামে সুমন মোল্লা (৩২) নামের এক ব্যবসায়ীকে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকের এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের বাসিন্দা এবং তিনি মৎস্যঘের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সুমন দুপুর ১টার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে জামিরা বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে। সুমন কিছু বুঝে ওঠার আগে একজন তার মুখে গুলি করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যান। হামলাকারীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে সুমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।