যুবককে হত্যা  ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

ঢাকার ধামরাইয়ে মোহাম্মদ আলী পালউয়ান (৩৮) নামে এক যুবককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থ তলায় বাথরুমের ভেতরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। নিহত মোহাম্মদ আলী পালউয়ান ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের মো: খোরশেদ আলীর ছেলে। তিনি দেপাশাই আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন বাচ্চা ছেলে উপজেলা নতুন ভবনের চার তলায় বাথরুমে প্রস্রাব করতে গিয়ে দেখে বাথরোমের ভেতরে একজন যুবকের লাশ পড়ে আছে। তারা লোকজনকে ডেকে সেখানে নিয়ে গেলে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

নিহতের স্ত্রী জয়তুন বেগম বলেন, আমার স্বামী রোববার সকাল ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯টার দিকে খবর পাই, ধামরাই উপজেলা পরিষদের নতুন ভবনের ভেতরে মোহাম্মদ আলীর লাশ পাওয়া গেছে।

পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ধামরাই থানা ওসি মো: মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশটি থানায় আনা হয়েছে। লাশের শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত শেষে ঘটনা বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।