পরিবেশ উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বৈঠক

জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। | ছবি: সংগৃহীত

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে দুই পক্ষই দ্রুত ও কার্যকর জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

 

এ সময় উপদেষ্টা বলেন, সব পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ দরকার। তবে এখন বাস্তব পদক্ষেপ সময়। অন্তত দুই-তিনটি প্রকল্প দিয়েই শুরু হোক। তিনি একটি নির্দিষ্ট দিনে সব উন্নয়ন সহযোগীদের একত্রিত করার প্রস্তাব দেন।

 

তাদের আলোচনায় ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, হালনাগাদ এনডিসি এবং এডিবি, ইউরোপীয় ইউনিয়ন ও সুইডেনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। তারা সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের যৌথ অর্থায়নে মডেল প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন।

 

এ সময় গুইন লুইস বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় নীতির সঙ্গে স্থানীয় উদ্যোগ ও আন্তর্জাতিক লক্ষ্য মিলিয়ে পরিকল্পনা করতে হবে। প্রায় এক দশক ধরে বন্ধ থাকা এনভায়রনমেন্ট কমিউনিটি অব প্র্যাকটিস সক্রিয় করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে আরও ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, জাতিসংঘ অফিসের জলবায়ু বিশেষজ্ঞ হর্ষদ গাইকোয়াড় ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা।